বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬, ০৯:২৫:৪৩

জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী, যাদের সাথে বৈঠক করবেন

জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী, যাদের সাথে বৈঠক করবেন

নিউজ ডেস্ক : জাপানের উদ্দেশ্য ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্পোন্নত সাতটি দেশের সংগঠন ‘জি-সেভেন’ শীর্ষ সম্মেলনের আউটরিচ অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। বৃহস্পতিবার সকাল ১০টা ১০মিনিটে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির নাগোয়ার চুবু আন্তর্জাতিক বিমানবন্দরে ৭টা ১৫ মিনিটে (জাপানের স্থানীয় সময়) অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর চার দিনের সরকারী সফরের বিষয়ে বুধবার বিকেলে সাংবাদিকদের বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী আলী হাসান মাহমুদ আলী। তিনি জানান, জি-সেভেন সম্মেলনে এর আগে স্বল্পোন্নত দেশের কোনো রাষ্ট্রপ্রধানের যোগ দেওয়ার সুযোগ ছিল না। প্রথমবার এমন সুযোগের মধ্যে আরও কয়েকটি স্বল্পোন্নত দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে জাপানের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিষয়টি বাংলাদেশের জন্য সম্মানের।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানায়, শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপানের সিমা কানকো হোটেলে জি-সেভেন সম্মেলনের আউটরিচ অনুষ্ঠানে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন। জি-সেভেন আউটরিচ লিডারদের সঙ্গে প্রধানমন্ত্রী ওয়ার্কিং লাঞ্চে অংশ নেবেন এবং সেখানেও বক্তৃতা করবেন।

প্রধানমন্ত্রী একইদিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন।

শনিবার প্রধানমন্ত্রী শ্রীলংকার প্রেসিডেন্ট মিরথি পালা শ্রিসেনার সঙ্গে বৈঠক করবেন এবং জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবের সঙ্গেও এদিন তাঁর বৈঠকের কথা রয়েছে। পরে প্রধানমন্ত্রী জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে ট্রেনে নাগোয়া ত্যাগ করবেন। সন্ধ্যায় তিনি টোকিওতে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন করবেন।

রবিবার সকালে প্রধানমন্ত্রী জাপানী ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হবেন এবং সেখানে বাংলাদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের সংগঠন এফবিসিসিআই এবং জাপানের ব্যবসায়ী নেতৃবৃন্দের সংস্থা ’জেটরো’র মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হবার কথা রয়েছে। এ দিন বিকেলে প্রধানমন্ত্রী জাপান প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এদিন রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
২৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে