নিউজ ডেস্ক : চলমান ইউপি নির্বাচনের শেষ ও ষষ্ঠ ধাপেও চেয়ারম্যান পদে ২৭ জন একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এদের মধ্যে দুই জন স্বতন্ত্র প্রার্থী ছাড়া সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। তবে আগের ৫টি ধাপে বিনা ভোটে নির্বাচিত ১৯৩ জনের সবাই ছিলেন আওয়ামী লীগ প্রার্থী।
স্বতন্ত্র দুই জন হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সেনাকানিয়া ইউপির নূর আহমেদ ও রাঙ্গমাটির কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউপির ধনকুমার চাকমা।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য পাওয়া যায়। আগামী ৪ জুন এধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এবারের চলমান ইউপির ২২মার্চ প্রথম ধাপের নির্বাচনে ৫৪ জন, ৩১ মার্চ দ্বিতীয় ধাপের নির্বাচনে ৩৪ জন, ২৩ এপ্রিল অনুষ্ঠিত তৃতীয় ধাপে ২৯ জন, ৭ মে অনুষ্ঠিত চতুর্থ ধাপে ৩৪ জন এবং আগামী ২৮ মে অনুষ্ঠেয় পঞ্চম ধাপে ৪২ জন বিজয়ী হয়েছেন। ফলে ছয়ধাপে ২২০জন বিনাভোটে চেয়ারম্যান হলেন।
ষষ্ঠ ধাপে বিনা ভোটের চেয়ারম্যান যে-২৭ ইউপিতে: ষষ্ঠ ধাপে বিনা ভোটের চেয়ারম্যান যে ২৭ ইউপিতে সেগুলো হলো- বাগেরহাটের মোল্লারহাটের গাংনী, ভোলার চরফ্যাশনের চরকুকরিমুকুরী, দৌলতখানের ভবানীপুর, বগুড়া সদরের ফাঁপোর, শাহজানপুরের আশেকপুর, চাঁদপুর মতলব উত্তরের কালাকান্দা ও গজরা, চট্টগ্রাম বাঁশখালীর সরল, মিরশরাইয়ের ১৪ নম্বর হাইতকান্দি, করের হাট, ১০ নম্বর মিঠানালা, ১১ নম্বর মঘাদিয়া, সাতকানিয়ার ধর্মপুর।
এছাড়া কুমিল্লা সদর দক্ষিণের বাগমারা ( দক্ষিণ) ও বেলঘর ( দক্ষিণ), মুরাদনগরের রামচন্দ্রপুর ( উত্তর), ঢাকা সভারের তেঁতুলঝোড়া, মাদারিপুর শিবচরের ভদ্রাসন, সরসিংদী পলাশের জিনারদা ও চরসিন্দুর, পাবনা সদরের গয়েশপুর, পিরোজপুর সদরের শংকরপাশা, শরিয়তপুর ভেদরগঞ্জের রামভদ্রপুর, টাঙ্গাইল কালিহাতির দশকিয়া, চট্ট্রগ্রাম সাতকানিয়ার সেনাকানিয়া ও রাঙ্গামাটি কাউখালীর ফটিকছড়ি।
২৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস