বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬, ০২:৪৮:১৮

‘এবারের ইউপি নির্বাচন হলো শহীদি নির্বাচন’

‘এবারের ইউপি নির্বাচন হলো শহীদি নির্বাচন’

নিউজ ডেস্ক : চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ‘শহীদি নির্বাচন’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেছেন, আমার জীবনে কোন নির্বাচনে এত মানুষের প্রাণহানি হয়নি। ১৯৫২সালের ২১ ফেব্রুয়ারিতে মানুষ মারা গেছে চার জন আর এবার ইউপি নির্বাচনেই মানুষ মারাগেছে ১০০জনের বেশি। তাই আমি বলবো এবারের নির্বাচন হলো শহীদি নির্বাচন।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সৈয়দ আবুল মকসুদ বলেন, নির্বাচনে মনোনয়ন বাণিজ্য আগে হতে শুনিনি। শুনেছি রমজানে ছোলা বাণিজ্য হয়। এখন দেখছি ছোলার মত মনোনয়ন ও ভোট ছোলার মত বেচা কেনা হয়।

তিনি বলেন, নির্বাচনী সহিংসতায় ১০০ জন লোক মারা গেছেন। কিন্তু নির্বাচন কমিশন তা স্বীকার না না করে মনে করছে, এরা স্বাভাবিকভাবে মারা গেছেন। নির্বাচন কমিশন যদি নীরব না থাকত তাহলে ১০০ জন মানুষ মারা যেত না বলেও মন্তব্য করেন মকসুদ।

সুজনের সম্পাদক বদিউল আমল মজুমদার বলেন, নির্বাচন যেন একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যারা চোখে দেখে না, কানে শুনে না বা ইচ্ছা করে দেখতে চায় না বা শুনতে চায় না তারাই শুধু নির্বাচন কমিশনের পক্ষে কথা বলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন- সুজনের সহ সম্পাদক যাকারিয়া হোসেন, সুজনের নির্বাহী সম্পাদক ইঞ্জিনিয়ার মুজবা আলম প্রমুখ।  
২৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে