বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬, ০৬:৪১:৫১

রমজানে গরু ৪২০, খাসির কেজি ৫৭০ টাকা

রমজানে গরু ৪২০, খাসির কেজি ৫৭০ টাকা

ঢাকা : এবার পবিত্র রমজানে গরুর মাংস প্রতি কেজি ৪২০ টাকায় বিক্রি হবে।  মহিষের মাংস প্রতি কেজি ৪০০ টাকা আর খাসি ৫৭০ টাকা।  ভেড়া ও বকরির মাংস বিক্রি হবে ৪৭০ টাকায়।

আজ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে মেয়র সাঈদ খোকনের সঙ্গে মাংস ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার গণমাধ্যমকে জানান, মাংস ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতি কেজি মাংসে ২০০ গ্রাম হাড় দেয়া যাবে।  তবে মাংস মানসম্পন্ন হতে হবে।

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম এ বিষয়ে বলেন, মাংস বিক্রির এ সিদ্ধান্ত সারা দেশে অনুসরণ করা হবে।  কেউ বেশি মূল্যে মাংস বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিক্রেতাকে জরিমানা করার কথা বলা হয়েছে।
 ২৬ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে