বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬, ০৮:৪৫:০৩

বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে চায় ভারত : ডা. জাফরুল্লাহ

বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে চায় ভারত : ডা. জাফরুল্লাহ

ঢাকা : ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ বাংলাদেশে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে নেপালসহ ভারতের আশপাশের দেশগুলোর মত বাংলাদেশের ওপরও নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

একইসঙ্গে সুশাসনের অভাবে দেশে গুম, খুন বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, জাবাবদিহিতা থাকলে দেশের আইনশৃঙ্খলার এ নাজুক পরিস্থিতি হতো না।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

ঢাকায় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই পরিবারগুলোর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাবাবদিহি করতে হবে যে, দু’বছর হয়ে যাওয়ার পরও কেন এ গুম হওয়া মানুষগুলোকে তার পরিবারের কাছে ফেরত দেয়া হলো না।

তিনি বলেন, আপনি নিজে স্বজন হারিয়েছেন, তাই স্বজন হারানোর বেদনা আপনি জানেন।  তাই অনতিবিলম্বে গুম হওয়া মানুষগুলোকে রমজানের আগেই পরিবারের কাছে ফিরিয়ে দিন।

সাদা পোশাকের পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারবে না বলে সুপ্রিমকোর্টের দেয়া রায়কে স্বাগত জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী।  

তিনি বলেন, অবিলম্বে এ যুগান্তকারী রায় বাস্তবায়ন করা হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মানবাধিকার সমিতির সভাপতি মুনজুর হোসেন ঈসা, মুক্তি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফয়জুর হাকিম লালাসহ গুম হওয়া পরিবারের সদস্যরা।
২৬ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে