নিউজ ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে গোলাগুলির ঘটনা ঘচেছে। এ ঘটনায় প্রতিপক্ষের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার ভোট শুরুর আধঘণ্টার মাথায় বেঙ্গুরা ৩৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
গুলিবিদ্ধরা হলেন, বেঙ্গুরা এলাকার খলিলুর রহমানের ছেলে মো. ইউছুপ (৫৫), মরহুম ইলিয়াছ আলীর ছেলে রশিদ(৭৫), সিদ্দিক আহমদের ছেলে, নুরুল আবচার(৫৪), আনোয়ার ও মমতাজ মেম্বার। তাদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, আহত মো. ইউছুপ বেঙ্গুরা বাজারের নিজের দোকান খুলতে গেলে এ ঘটনা ঘটে। পরে ভোট কেন্দ্রে ভোট দেয়ার জন্য লাইনে দাড়াঁনো ভোটারদের উপরও হামলার ঘটনা ঘটে।
এ দিকে চরণদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘাটিয়াল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনী ব্যালেট চেয়ারম্যান সমর্থকরা ছিনতাই করে নিয়ে যাওয়ায় সকাল সাড়ে ৮টার দিকে ভোটগ্রহণ বন্ধ রয়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার মো. রিদুয়ানুল ইসলাম।
এছাড়া আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন থেকে গত শনিবার দিনগত রাত ২টার দিকে ২জনকে ছুরিকাহত অবস্থা পুলিশ উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। ছুড়িকাহতদের বাড়ি রাউজান কদলপুর এলাকায় বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ওসি সালাহউদ্দিন চৌধুরী বলেন, ‘গোলাগুলির ঘটনা ঘটেছে এমন কোনো খবর পুলিশের কাছে নেই। এমনিতে বিভিন্ন স্থানে মেম্বার প্রার্থীদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পেয়েছি।’
২৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন