নিউজ ডেস্ক : ৫ম ধাপে শুরু হয়েছে ইউনিয়ন নির্বাচনে ভোট গ্রহণ। এই ধাপে শনিবার গাইবান্ধায় দুটি উপজেলায় ইউপি নির্বাচন শুরু হলেও বেলা ১০ টার পর থেকে ব্যালট ছিনতাই, সংঘর্ষের ঘটনা ঘটেছে একাধিক কেন্দ্রে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর আলম জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে আজ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯টি ও পলাশবাড়ি উপজেলার ৬টি সহ মোট ১৫টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে।
তবে ১০ টার দিকে গোবিন্দগঞ্জে কামারদহ ইউনিয়নের তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সে কারনে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।
অপরদিকে গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের জীবনগাতি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশেপাশে সাড়ে ১০ টার দিকে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষ হয়। এতে নিরাপত্তা জনিত কারনে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। পুলিশ তারদহ কেন্দ্র এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
২৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন