রবিবার, ২৯ মে, ২০১৬, ০৪:৪৬:৫২

সিইসির চোখ অন্ধ হয়ে গেছে : নোমান

সিইসির চোখ অন্ধ হয়ে গেছে : নোমান

ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদকে বোবা ও অন্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

তিনি বলেন, সারা দেশে ৫ম ধাপের ইউপি নির্বাচনে রক্তের হোলি খেলা হয়েছে।  এটা দেশের মানুষ দেখতে পেরেছে।  কিন্তু সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ তা দেখতে পাননি।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ আলোচনা সভার আয়োজন করে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করা হয়।

নোমান বলেন, একেক ধাপের নির্বাচন শেষ হলেই হানিফ এবং রকিব বলেন নির্বাচন আগের চেয়ে অনেক সুষ্ঠু হয়েছে।  আসলে তাদের মুখ বোবা এবং চোখ অন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, শাসকগোষ্ঠী এবং তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে এসব তথাকথিত নির্বাচনের আয়োজন করে জনগণকে হতাশ করার চেষ্টা করছে। কিন্তু তাদের এ উদ্দেশ্য কখনো সফল হবে না।

নোমান বলেন, আমার বিশ্বাস হয় না- কেমন করে একজন প্রাক্তন সচিব এমন কথা বলতে পারেন যে, নির্বাচন আগের চেয়ে সুষ্ঠু হয়েছে।

তিনি বলেন, দেশের জনগণ আজ শাসগোষ্ঠীর অত্যাচারে অতিষ্ঠ।  এভাবে দেশ চলতে দিতে পারি না।  স্বৈরাচার আইয়ুবের বিরুদ্ধে আমরা লড়াই করেছি বাঁশের লাঠি আর ইটের টুকরো দিয়ে, আরেকটি লড়াইয়ের জন্য এসব নিয়ে আমাদের প্রস্তুত হতে হবে।

 বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, কুরু ক্ষেত্রের যুদ্ধে যে রক্তপাত হয়েছিল চলমান ৫ ধাপের ইউপি নির্বাচনে তার চেয়ে বেশি রক্তপাত হয়েছে।  নির্বাচনের নামে রক্তের বন্যা বইছে।

এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া, স্বাধীনতা ফোরামের সভাপিত আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ,কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজাহান মিয়া সম্রাট, ঘুরে দাঁড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকী প্রমুখ।
২৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে