রবিবার, ২৯ মে, ২০১৬, ০৫:২২:১৪

দর্শক সারিতেই বসে পড়লেন খালেদা

 দর্শক সারিতেই বসে পড়লেন খালেদা

ঢাকা : বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  তিনি সামনের দর্শক সারিতেই বসলেন।

রোববার বিকেল ৪টা ২২ মিনিটে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দর্শক সারিতে আসন নেন তিনি।  এর আগে বিকেল পৌনে ৪টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়া উপস্থিত হওয়ার পর বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা শুরু হয়।  

সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রমুখ।

দর্শক সারিতে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আযম খান, ব্যারিস্টার হায়দার আলী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
২৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে