মঙ্গলবার, ৩১ মে, ২০১৬, ০৮:৫১:১৪

আছরের নামাজ পড়ে কর্মচারীদের কথা শুনলেন খালেদা

আছরের নামাজ পড়ে কর্মচারীদের কথা শুনলেন খালেদা

নিউজ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে ৮/১০ জন কর্মচারী দায়িত্বপালন করেন। তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি অনুরোধ করেছেন। এতে সাড়াও দিয়েছেন তিনি।

সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকীতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে খাবার বিতরণ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন খালেদা জিয়া। পরে বিকেল ৫টার দিকে বিশ্রামের জন্য নয়াপল্টন কার্যালয়ে যান তিনি। সেখানে দ্বিতীয়তলায় তার জন্য নির্ধারিত কক্ষে যান। সেখানেই দুপুরের খাবার খান।

এসময় তার কক্ষে উপস্থিত ছিলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া তার কক্ষেই আছরের নামাজ আদায় করেন।

কক্ষে অবস্থানকালে কার্যালয়ের আট দশ জন স্টাফ তার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা নেতাকর্মীদের উজ্জীবিত করতে চেয়ারপারসনকে মাসে অন্তত দুই-তিনবার কেন্দ্রীয় কার্যালয়ে আসার অনুরোধ জানান।

খালেদা জিয়া তখন বলেন, আমিও এখানে নিয়মিত আসতে চাই। কিন্তু তীব্র যানজটের কারণে সময়মতো পৌঁছাতে পারব না বিধায় ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারি না। তবে মাঝে মাঝে আসার চেষ্টা করব। এসময় কার্যালয়ের স্টাফদের খোঁজ-খবর নেন তিনি।

সর্বশেষ গত পহেলা বৈশাখে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাসের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। তবে তখন কার্যালয়ে তার কক্ষে যাননি। এর আগে ২০১৫ সালের ৫ জানুয়ারির সমাবেশকে কেন্দ্র করে তার কক্ষটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিল। কিন্তু ৩ জানুয়ারি রাতে গুলশান কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে আইন-শৃঙ্খলা বাহিনী। পরে আর নয়াপল্টন কার্যালয়ে যেতে পারেননি তিনি।
৩১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে