মঙ্গলবার, ৩১ মে, ২০১৬, ০২:৩৫:৩১

ফের ৭ দিনের রিমান্ডে আসলাম চৌধুরী

ফের ৭ দিনের রিমান্ডে আসলাম চৌধুরী

নিউজ ডেস্ক : রাষ্ট্রদ্রোহ এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ফের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে মিলে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় ৭ দিনের রিমান্ড শেষ হবার পর এই আদেশ দেয়া হল।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মারুফ হোসেন গুলশান থানায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে রাজধানীর গুলশান থানায় দায়ের করা মামলাটিতে দশদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা। আসামিপক্ষে শুনানি করেন আসলাম চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

এর আগে গতকাল এ আবেদনের শুনানি শুরু হলেও হাইকোর্টের একটি আদেশের দুই বিপরীতমুখী ব্যাখ্যার সুযোগ থাকায় শুনানির জন্য আজ (মঙ্গলবার) দিন ধার্য করেন আদালত। এছাড়াও গতকাল মতিঝিল ও লালবাগ থানার নাশকতার দুটি মামলাতেও দুটি পৃথক আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। মামলা দুটির রিমান্ড শুনানি আগামী ৬ জুন ধার্য করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী ও মাযহারুল ইসলাম। এদিন এই তিন মামলায় ১০ দিন করে মোট ৩০ দিনের রিমান্ড করেন তদন্তকারী কর্মকর্তারা।
৩১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে