বুধবার, ০১ জুন, ২০১৬, ০৯:০৩:০২

বিবিসি’কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মতিয়া

বিবিসি’কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মতিয়া

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর ছেলে এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের সঙ্গে ইসরাইয়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির বৈঠক সম্পর্কিত খবর প্রকাশের পর বিবিসিকে চ্যালেঞ্জ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এক আলোচনা সভায় তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন। মঙ্গলবার বিকেলে খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউটে এই সভার আয়োজন করে কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর।

মতিয়া চৌধুরী বলেন, জয় তো চ্যালেঞ্জ দিছে, কবে কোথায় কখন? আমি এত বছর যাই নাই কোনখানে বৈঠক হইছে এইটার আর কোন উত্তর পাই না। আমরা কিন্তু বিবিসিকে অনেক পছন্দ করি। মুক্তিযুদ্ধের সময় আর কিছু না হোক ঐ রেডিওটা লাগাইয়া আমরা বিবিসি শুনতাম। সেই বিবিসি একেবারে কোনোরকম যাচাই-বাছাই ছাড়া এই ধরনের একটা খবর পরিবেশন করছে। এইটা কি বিবিসির মানায়?

এ সময় একটি কবিতার উদ্ধৃতি তুলে ধরে তিনি বলেন, আমি তোমাকে ভালোবাসতে চাই, তুমি ভালোবাসার যোগ্য হও। বিবিসিরে আমরা ভালোবাসতে চাই। তারা ভালোবাসার জায়গাটুকু রাখুক এইটাই চাই। আজকে আমরা চ্যালেঞ্জ দিছি। এই চ্যালেঞ্জ তাদের প্রমাণ করতে হবে।
০১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে