নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৩ ভাইয়ের রায় ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে মহিবুর রহমান বড় মিয়ার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তার ছোট ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং চাচাতো ভাই আব্দুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এ তিন ভাইয়ের বিরুদ্ধে আনা চারটি মানবতাবিরোধী অপরাধের সবগুলোই প্রমাণিত হয়েছে।
বুধবার দুপুর ১২টা ৮ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে সকাল ১০টা ৩৫ মিনিট থেকে মোট ২৪০ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্তাংশের প্রথম অংশ পাঠ করেন বিচারপতি মো. সোহরাওয়ারর্দী।
সকাল ৯টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশি প্রহরায় আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। গত ১১ মে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষামাণ রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আদালতে প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন ও আসামিপক্ষের আইনজীবী মাসুদ রানা উপস্থিত ছিলেন।
০১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম