বুধবার, ০১ জুন, ২০১৬, ০৮:১০:০২

‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সেনা পাঠাবে বাংলাদেশ’

‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সেনা পাঠাবে বাংলাদেশ’

নিউজ ডেস্ক : মুসলিমদের পবিত্রতম স্থান মক্কা ও মদিনা যদি আক্রান্ত হয় তবে বাংলাদেশ থেকে সেনা পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

সৌদি আরব নেতৃত্বাধীন ৩৪ দেশের সামরিক জোটে যোগ দেয়া বাংলাদেশের অবস্থান ব্যাখা করতে গিয়ে বুধবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ জোটে বাংলাদেশ সেনা পাঠাবে কি না জানতে চাইলে মাহমুদ আলী বলেন, এটা একটা হাইপথিটিক্যাল প্রশ্ন হয়ে গেল।  সময় আসলে  বিবেচনা করব।  

তিনি বলেন, তবে এখন একটা কথা বলতে পারি যে, এর আগে ইরাকে যখন সাদ্দাম হোসেনের নেতৃত্বে কুয়েত আক্রমণ করেছিল তখন কিন্তু আমরা সেনা পাঠিয়েছিলাম।

মাহমুদ আলী বলেন, আমরা সেনা পাঠিয়েছিলাম সৌদি আরবে পবিত্র দুই মসজিদ রক্ষার জন্য।  ভবিষ্যতেও আমরা এটা করতে পারি।  সময় আসলে তখন দেখব।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি জোটে যোগদানকারী দেশগুলোর মধ্যে যে সহযোগিতা কার্যক্রম হবে সেটা হবে সম্পূর্ণ স্বেচ্ছা কার্যক্রম।  কেউ সহযোগিতা করলে করতে পারে; আবার কেউ না করলে বাধ্য করা যাবে না।  এ জোটের সভায় যোগদানও হবে স্বেচ্ছায়।

উল্লেখ্য, এরই মধ্যে সৌদির এ জোটের বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছে বাংলাদেশ।  পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জোটের সম্প্রতি সদস্য দেশগুলোর এক সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধান অংশ নিয়েছেন।

গত ১৪ ডিসেম্বর সৌদি আরব ঘোষণা করে, তারা ৩৪টি মুসলিম দেশ নিয়ে একটি সন্ত্রাসবিরোধী সামরিক জোট গঠন করেছে।  এ জোটে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মিসরসহ সুন্নিপ্রধান দেশগুলো যোগ দিয়েছে।  তবে ইরান, ইরাক ও সিরিয়াসহ কয়েকটি মুসলিম দেশ যোগ দেয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মাহমুদ আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের এক সরকারি সফরে শুক্রবার সৌদি আরব যাচ্ছেন।  সফরকালে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

বাদশাহ সালমানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে যাচ্ছেন।  সফরকালে প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন করবেন এবং মদিনা শরিফে হজরত মুহাম্মদ (সা.) এর পবিত্র রওজা মুবারক জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রী আগামী ৩ থেকে ৭ জুন সৌদি আরব সফরকালে উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতিনিধি দলে থাকবেন।  ১০ সদস্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী ৩ জুন অপরাহ্নে ঢাকা থেকে বিশেষ ফ্লাইটে রওনা হয়ে সন্ধ্যায় জেদ্দা পৌঁছবেন।  এ দিন রাতেই পবিত্র ওমরাহ পালন করবেন তিনি।
১জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে