নিউজ ডেস্ক : বাংলাদেশের পুলিশ আইন আইনশৃঙ্খলা বাহিনীর পরিবর্তে ‘জননির্যাতন’ বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। সেই স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তার পদে থাকার নৈতিকতা হারিয়েছেন বলে মনে করে এই দলটি।
ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওকালে এবং দ্বিতীয় দফায় ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের লাঠিচার্জ, জলকামানের ব্যবহার ও আন্দোলনরত প্রায় অর্ধশতাধিক নার্সকে আহত করা এবং লাঠিচার্জে এক নার্সের গর্ভপাতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দলটির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (২ জুন) গণমাধ্যমে যৌথ বিবৃতিতে ওই কথা বলেছে দলটি। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
তারা বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে পুলিশের আচরণ প্রমাণ করছে এই আইনশৃংখলা বাহিনী জনগণের সেবার পরিবর্তে জননির্যাতনের বাহিনীতে পরিণত হচ্ছে।’ তারা বলেন, ‘দাবি আদায়ে কারো বাসভন ঘেরাও, স্মারকলিপি প্রদান, অবস্থান গ্রহণ বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির অংশ।’
‘আজকের স্বাস্থ্যমন্ত্রীও হয়তো একসময় এ ধরনের বহু কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং নেতৃত্বও দিয়েছেন’ বলেও উল্লেখ করেন তারা।
স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে দলটির পক্ষ থেকে বলা হয়, ‘আজ তার মতো একজন রাজনীতিবিদের বাড়ি ঘেরাওকালে পুলিশের এই বর্বরোচিত আচরণ কী প্রমাণ করছে? তিনি কি জানেন না, পুলিশি নির্যাতনের মাধ্যমে কখনোই কোনো ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রাম দমন করা যায় না?’
নেতৃদ্বয় বলেন, ‘প্রায় প্রতিদিন গণমাধ্যমের সামনে স্বাস্থ্যমন্ত্রী যে নীতিবাক্য বর্ষণ করেন নিরীহ নার্সদের ওপর পুলিশি হামলার পর তিনি জাতিকে কী শোনাবেন? না কি নির্লজ্জের মতো নীতিবাক্যই বর্ষণ করবেন?’
২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন