ঢাকা : রাজধানীর ধানমণ্ডিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলায় পড়লেন ১৪০০ বেকার নার্স।
ধানমণ্ডি থানা পুলিশ বাদী হয়ে ২ জুন রাতেই মামলাটি করে, মামলা নম্বর- ১।
ধানমণ্ডি থানার পরিদর্শক তদন্ত মো. হেলাল উদ্দিন জানান, পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ১৪০০ নার্স সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দুই দফা দাবি নিয়ে রাজধানীতে স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে পুলিশ-নার্স ধস্তাধস্তির ঘটনায় গতকাল অন্তত অর্ধশতাধিক নার্স আহত হয়েছিলেন। তাদের মধ্যে ২৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত অন্য নার্সরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয় বলে জানিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মো. বাচ্চু মিয়া। এদের মধ্যে একজনের গর্ভের বাচ্চা নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে।
সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে বুধবার বিকেল ৫টার দিকে অবস্থান নিয়েছিলেন আন্দোলনরত নার্সরা।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে আগের নিয়মে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির (বিবিজিএনএস) ব্যানারে দীর্ঘদিন ধর আন্দোলন করে আসছেন নার্সরা।
২৬ এপ্রিল থেকে নার্সরা আমরণ অনশন শুরু করায় ১ মে নার্স নেতাদের নিজ বাসায় ডেকে নিয়ে দাবি পূরণের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের মাত্র সাতদিনের মাথায় নিজস্ব ওয়েবসাইটে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এরপর থেকে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসকে ‘শুভঙ্করের ফাঁকি’ আখ্যা দিয়ে আবারো আন্দোলনে নামে নার্সরা।
২, জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম