ঢাকা : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আগামী ২৩ জুন পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিটে আদালতে পৌঁছেন খালেদা।
পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে তৃতীয় বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে হাজির হয়ে সময়ের আবেদন করেন তিনি।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া এ আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে ২৩ জুন পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা দেয়ার পর আদালত বেগম জিয়াকে যাওয়ার অনুমতি দেন। এ মামলায় আজ বৃহস্পতিবার দুই সাক্ষীকে জেরা করার কথা ছিল।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় খালেদা জিয়া আদালতের উদ্দেশ্যে বাসা থেকে বের হন বলে জানান তার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। এ তথ্য নিশ্চিত করেন খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
সানাউল্লাহ মিয়া জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অসুস্থতার কারণে গত ১৯ মে খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় এ মামলায় তার আত্মপক্ষ সমর্থন পঞ্চম দফায় পিছিয়ে যায়। ওইদিন আবারো সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে পরবর্তী ধার্য দিনে আদালতে উপস্থিত হতে নির্দেশ দেন। হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা জারির কথা বলেন।
প্রসঙ্গত, ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠের তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে এ মামলার বিচার কার্যক্রম চলছে।
এ মামলায় বিভিন্ন সময়ে ৩২ জন সাক্ষ্য দিয়েছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২, জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম