ঢাকা : বিজিএমইএ ভবন ভাঙলে পোশাক খাতে প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক।
তিনি বলেছেন, বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ভবন ভেঙে ফেললে দেশের অর্থনীতিতে বিশেষ করে পোশাক খাতে বড় ধরনের প্রভাব ফেলবে। এতবড় ভবন ভাঙার যন্ত্রপাতি দেশে নেই বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার আপিল বিভাগের রায়ে বিজিএমইএ ভবন ভাঙার আদেশ বহাল থাকার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ব্যারিস্টার রফিক-উল হক।
তার দাবি করেন, এ ভবন নির্মাণে রাজউকের অনুমোদন আছে। সবকিছুই নিয়ম অনুযায়ী হয়েছে। এ ভবনে দেশের দুই শীর্ষ নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার নামফলক আছে।
এ ব্যাপারে সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে প্রবীণ এ আইনজীবী বলেন, আজ আদালত দেখালো তাদের কত ক্ষমতা।
এর আগে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বিজিএমইএ ভবন ভাঙার ব্যাপারে হাইকোর্টের আদেশ বহাল রাখেন। এতে ভবনটি ভাঙতে আর কোনো বাধা থাকলো না।
১৮ তলা ভবন ভাঙার বিষয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছিল বিজিএমইএ। সেই আবেদন আজ খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্ট।
এ মামলায় হাইকোর্টে অ্যামিকাস কিউরি হিসেবে থাকা আইনজীবী মনজিল মোরশেদ সংবাদকর্মীদের বলেন, বিজিএমইএ লিভ টু আপিল আবেদন খারিজ হওয়ায় ভবনটি ভাঙতে এখন আর কোনো আইনগত বাধা নেই।
২০১১ সালে এক রায়ে জলাধার রক্ষা আইন লঙ্ঘন করে হাতিরঝিলে গড়ে তোলা বহুতল ভবনটি ভাঙার নির্দেশ দেন হাইকোর্ট। দুই বছর পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর আপিল করে বিজিএমইএ কর্তৃপক্ষ। শুনানি শেষে আবেদনটি খারিজ করেন আপিল বিভাগ। এর মধ্যদিয়ে হাইকোর্টের ওই রায় বহাল রইল।
২, জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম