ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট সংসদে পেশের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
এর আগে বেলা সাড়ে ১২টায় সংসদ ভবনের দ্বিতীয় তলায় কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
মন্ত্রিসভায় অনুমোদনের পর বাজেট প্রস্তাবে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি সংসদ ভবনের সপ্তম তলায় নিজের চেম্বারে অবস্থান করছেন।
প্রথা অনুযায়ী মধ্যাহ্নভোজের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সঙ্গে নিয়ে সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে বাজেট অনুমোদন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক মন্ত্রিপরিষদ সদস্য। বিশেষ করে বাজেটের দিনেই সংসদে বাজেট উত্থাপনের অনুমোদন দেয়ার জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।
বিকেল সাড়ে ৩টায় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুমোদিত এ বাজেট পেশ করবেন।
২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম