ঢাকা : ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট সংসদে পেশের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের দাম কমতে ও বাড়তে পারে।
প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের ওপর কর প্রত্যাহার বা কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে এসব পণ্যের মূল্য কমে যাবে বলে আশা করা হচ্ছে।
কমতে পারে-
পণ্যগুলো হলো- দুগ্ধজাত পণ্য তৈরির উপকরণ, নির্মাণ খাতের বোল্ডার স্টোন, ক্রাশড স্টোন, ফেরো অ্যালয়, বিলেট, বার রড, অ্যাঙ্গেল, ফ্লাই অ্যাশ । এছাড়া অগ্নিনির্বাপক যন্ত্র এবং দরজা।
রাসায়নিক খাতের পেট্রোলিয়াম জেলি, প্যারাফিন ওয়াক্স, কাঁচা রাবার, রাবার প্রসেস অয়েল, গ্লোসি স্টার্চ, গাম রেজিন।
ইলেক্ট্রিক্যাল খাতের ইউরিয়া রেজিন, ডিওপি, রোল আকারের
অ্যাডহেসিভ টেপ, ফাইবার গ্লাস, কম্প্রেসারের যন্ত্রাংশ ও উপকরণ। প্লাস্টিক শিল্পখাতে কিছু উপকরণেও শুল্কহ্রাসের প্রস্তাব করা হয়েছে।
বস্ত্রখাতে স্ট্রিপিং কেমিক্যাল, ফ্লাক্স ফাইবার এবং স্পানডেক্স/ইলাসট্রোমেট্রিক্স।
পরিবহন খাতে মোটরসাইকেল, হিউম্যান হলার, এলপিজি রোড ট্যাংকার। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হাইব্রিড গাড়িতে কর কমানোর প্রস্তাব রয়েছে।
গ্যাস ও বিদ্যুৎ খাতে বায়োগ্যাস প্লান্টের উপকরণ- স্টোভ, এয়ার টাইট স্টোরেজ, ব্যাগ উইথ জিপার, বায়োগ্যাস ডাইজেস্টার, প্লাস্টিক ও গ্লাস ফাইবারের তৈরি গ্যাস সিলিন্ডারের দাম কমতে পারে।
তথ্যপ্রযুক্তি খাতে সিম কার্ড, স্ক্র্যাচ কার্ড, ক্রেডিট কার্ড ও সমজাতীয় অন্যান্য স্মার্টকার্ড উৎপাদনে ব্যবহার্য কতিপয় উপকরণ।
ওষুধ শিল্পে ব্যবহার্য স্পেশাল টাইপ রেফ্রিজারেটর, ল্যাবরেটরি স্ট্যাবিলিটি/হিউমিডিটি চেম্বারে মূলধনী যন্ত্রপাতি এবং শিল্প কারখানা ও যানবাহরে ব্যবহার্য গ্রিজ।
পাটজাত পণ্য, প্রাকৃতিক রাবার, অ্যাম্বুলেন্স পরিবহন সেবা, স্থানীয়ভাবে উৎপাদিত হুইট ক্রাশারের যন্ত্রাংশ, টেক্সটাইল খাতের গ্রে কাপড় ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ও ক্যালেন্ডারিং সেবা খাত।
পদ্মা সেতু ও আরো বৃহৎ প্রকল্পে ব্যবহারের সুযোগ বৃদ্ধির স্বার্থে মধ্যপাড়া কঠিন শিলাখনির পাথরের ওপর থেকে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
এদিকে নতুন বাজেটে প্রতিবছরই হাতেগোনা পণ্যের দাম কমলেও বেশকিছু পণ্যের দাম হুড়হুড় করে বেড়ে যায়। এবারো প্রস্তাবিত বাজেট অনুযায়ী কিছু পণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাড়তে পারে-
পণ্যগুলোর মধ্যে- মোবাইল সিম ও রিম, ওয়াশিং মেশিন, সিগারেট তৈরির যন্ত্রপাতি, এয়ারকুলার, ট্রান্সফরমার, ইউপিএস, আইপিএস, বিডি সিগারেটের গুল, জর্দা, তামাকজাত পণ্য, হাতে তৈরি বিস্কুট, ফ্রিঙ্গার প্রিন্ট স্ক্যানার, বায়োমেট্রিক স্ক্যানার, মশা মারার ব্যাট, আমদানিকৃত চাল, হোটেল নির্মার্ণের আধুনিক যন্ত্রাংশ এবং কাগজ ও কাগজজাতপণ্য, মেডিকেলের যন্ত্রাংশ, ইসিজি ও আল্টাসোনোগ্রাম রেকর্ডিং পেপার, বাস ও লডির টায়ার টিউব, ট্যালগম পাউডার, শিশুদের আমদানিকৃত বই, আলু-গম ও ভুট্টার স্টার্চ এবং রাবার।
বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ও স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে এ বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম