বৃহস্পতিবার, ০২ জুন, ২০১৬, ০৮:০৯:৩৪

জুলহাজ মান্নানের পরিবারকে ওবামার চিঠি

জুলহাজ মান্নানের পরিবারকে ওবামার চিঠি

নিউজ ডেস্ক : ইউএসএইড ও ঢাকাস্থ মাকিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নানের পরিবারের কাছে শোক জানিয়ে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ সকালে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে নিহত জুলহাজের পরিবারের সদস্যদের কাছে চিঠিটি হস্তান্তর করা হয়। গত ৫ই মে লেখা ওই চিঠিতে ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা নিহত জুলহাজের শোকসন্তপ্ত পরিবারের উদ্দেশ্যে বলেন, এমন হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা যায় না।

জুলহাজের ভাই মিনহাজ মান্নান বলেন, ‘আজ সকালে মার্কিন দূতাবাস থেকে আমাদের খোঁজ খবর নেয়ার জন্য যেতে বলা হয়। আমরা সেখানে যাওয়ার পর, দূতাবাস থেকে মার্কিন প্রেসিডেন্টের পাঠানো চিঠিটি আমাদের কাছে হস্তান্তর করা হয়।’

ওবামা চিঠিতে আরো লিখেছেন, ‘জুলহাজের সাহসী, সহমর্মী উদ্যোম তার পরিচিত ও প্রীতিভাজন প্রত্যেকের মাঝে বেঁচে থাকবে আমার প্রত্যাশা এ বিষয়টি আপনাদের কিছুটা হলেও সান্তনা এনে দেবে।’

প্রসঙ্গত, মাকে নিয়ে যে বাড়িতে থাকতেন জুলহাজ, সেখানেই ২৫শে এপ্রিল বিকাল ৫টার দিকে জ্ঞাত চাপাতিধারিরা কুপিয়ে হত্যা করে। তাদের চাপাতির কোপে জুলহাজ ও তার বন্ধু তনয় ঘটনাস্থলেই প্রাণ হারান।

বাংলাদেশে সমকামীদের অধিকারের কথা বলতে ২০১৪ সালে ‘রূপবান’ নামে একটি সাময়িকী প্রকাশ শুরু হয়, যার সম্পাদনা পরিষদে যুক্ত ছিলেন ৩৫ বছর বয়সী জুলহাজ।

পত্রিকাটির বছর পূর্তি উপলক্ষে পরের বছরের জানুয়ারিতে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “বাংলাদেশে সমকামীরা অদৃশ্য জীবনযাপন করে, কিন্তু আমরা জানাতে চাই যে এই সমাজেই আমরা আছি এবং আমরা আপনাদের পরিবারেই সদস্য।”

“রূপবান সমকাম নয়, বরং সমপ্রেমে বিশ্বাসী মানুষের ভালবাসার অধিকারের বিষয়টি তুলে ধরতে চায়,” দাবি করে এধরনের পত্রিকা প্রকাশে সমস্যায় পড়ার কথাও বলেছিলেন যুক্তরাষ্ট্রের বৈদেশিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ।

ইউএসএআইডিতে যোগ দেওয়ার আগে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রটোকল অ্যাসিটেন্ট হিসেবে কাজ করেছিলেন জুলহাজ।

‘রূপবান’র উদ্যোগে পহেলা বৈশাখে ‘রংধনু যাত্রা’ শিরোনামে শোভাযাত্রার উদ্যোগ এবারও নেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ তা আটকে দেয়।
২ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে