বৃহস্পতিবার, ০২ জুন, ২০১৬, ০৮:২৪:৪০

রমজানে বাংলাদেশকে ১০০ মেট্রিক টন খেজুর দিল সৌদি সরকার

রমজানে বাংলাদেশকে ১০০ মেট্রিক টন খেজুর দিল সৌদি সরকার

ঢাকা : পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশকে ১০০ মেট্রিক টন খেজুর উপহার দিয়েছে সৌদি সরকার।

 বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে সৌদি চার্জ দ্যা এফেয়ার্স আল হাসান আলী আল হাজমীর কাছ থেকে এই খেজুর গ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ্ কামাল।

এ খেজুর বাংলাদেশি মুসলিম ভাই-বোনদের দেয়ায়  সৌদি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব।

তিনি আশা প্রকাশ করে বলেন, চলতি সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব গমন করলে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে।

মুসলিম ভ্রাতৃত্ববোধ ও বিশ্বশান্তি রক্ষা, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে দু’দেশ একসাথে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় সৌদি সরকারের প্রতিনিধি আব্দুল্লাহ আল সুআইয়ুব, ইব্রাহীম আল হামিদ, আব্দুল মালিক হিলাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অতিরিক্ত সচিব জাকির হোসেন আকন্দ উপস্থিত ছিলেন।

উপহার দেয়া এই খেজুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে