বৃহস্পতিবার, ০২ জুন, ২০১৬, ১১:০১:৩৪

মন্ত্রী-এমপিদের পকেট ভারী করার বাজেট : বিএনপি

 মন্ত্রী-এমপিদের পকেট ভারী করার বাজেট : বিএনপি

নিউজ ডেস্ক : ২০১৬-১৭ অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেটকে লুটপাটের বাজেট বলে অভিহিত করেছে বিএনপি।  যে সরকারের কোনো বৈধতা নেই, সেই সরকার আবার কিসের বাজেট ঘোষণা করছে।  

মন্ত্রী-এমপিরা যাতে বেশি বেশি লুটপাট করে পকেট ভরতে পারে সেই বাজেট ঘোষণা করা হয়েছে।  এ বাজেটে জনকল্যাণ কিছুই হবে না বলে অভিযোগ করেছে বিএনপি।

বিএনপি নেতারা বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের তৃতীয় বাজেট জনগণকে চুষে খাবে।  বড় বাজেট দিয়ে দুর্নীতির দুয়ার আরো উন্মুক্ত করা হলো।  

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ের বাজেট উপাস্থাপন করেন।

বাজেট নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, কিসের বাজেট, কিসের প্রতিক্রিয়া।  যারা এ বাজেট তৈরি করেছে তার জনসমর্থনহীন।  যে সরকারকে আমরা সমর্থন করি না, সেই সরকারের বাজেট নিয়ে প্রতিক্রিয়া।

বাজেটের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, বাজেটে যে পরিমাণ রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি মানুষের ভীতির কারণ হয়ে দাঁড়াবে।  যেভাবে ডাইরেক্ট-ইনডাইরেক্ট ভ্যাট আরোপ করা হবে, তাতে মানুষের ওপর এটা মারাত্মক বোঝা হয়ে দাঁড়াবে।

তিনি বলেন, সরকার জনগণকে তোয়াক্কা করছে না। যদি করতো তাহলে বাজেট আরো বাস্তবভিত্তিক হতে পারতো।  রাজস্ব লক্ষ্যমাত্রা যে হারে হয়েছে, তাতে জনগণকে চুষে খাবে।

বাজেটের সমালোচনা করে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাজেটে তিনভাগের এক ভাগই ঘাটতি।  সরকার গত বছরের বাজেটই বাস্তবায়ন করতে পারেনি, সেখানে এবার আরো বড় বাজেট।  এবারো বাস্তবায়ন করতে পারবে বলে মনে করি না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এ বাজেট ‘মিথ্যা ও চোরদের বাজেট। মন্ত্রী-এমপিরা যাতে বেশি বেশি লুটপাট করে পকেট ভরতে পারে সেই বাজেট ঘোষণা করেছে সরকার।  এতে জনকল্যাণ কিছুই হবে না।
২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে