নিউজ ডেস্ক : বাংলাদেশে (প্রকাশের অযোগ্য) অধিকার বিষয়ক পত্রিকা ‘রূপবান’ এর সম্পাদক জুলহাজ মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর পরিবারকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বৃহস্পতিবার জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নানের হাতে ওই চিঠি পৌঁছে দেন বাংলাদেশে ইউএসএআইডির মিশন হেড ইয়ানিনা জারজালস্কি।
মিনহাজ মান্নান বিবিসিকে জানান, চিঠিতে ওবামা ও মিশেল ওবামার পক্ষ থেকে আমাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি যেসব কর্মকাণ্ড করতেন, তা সাহসী ও সময়োচিত পদক্ষেপ বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। তারা প্রথম থেকেই এই ঘটনার সবকিছুর খোঁজখবর রাখছেন বলেও জানানো হয়েছে।
বারাক ওবামা এই চিঠি লেখায় পুরো পরিবার খুব সম্মানিত বোধ করছেন বলেও মিনহাজ মান্নান জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ইউএসএআইডির অফিসে আমাকে ডেকে পাঠানো হয়। সেখানেই আমার হাতে বারাক ওবামার চিঠিটি তুলে দেয়া হয়। পরিবারের পক্ষ থেকে আমি চিঠিটি গ্রহণ করি।
তিনি জানান, চিঠিতে বারাক ওবামা ৫ মে স্বাক্ষর করেছেন। তদন্তে এখনো ততটা অগ্রগতি না থাকায় মিনহাজ মান্নান হতাশা প্রকাশ করেন।
জুলহাজ ও তাঁর বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে ২৫শে এপ্রিল ঢাকার কলাবাগানের এক বাসায় কুপিয়ে হত্যা করে অজ্ঞাতনামা একদল লোক। জুলহাজ মান্নান ইউএসএআইডির একজন কর্মকর্তা ছিলেন।
হত্যাকাণ্ডের এক দিন পর দায় স্বীকার করে আনসার আল ইসলাম বিবৃতি দেয়। হত্যায় জড়িত সন্দেহে গত ১৫ মে পুলিশ কুষ্টিয়া থেকে একজনকে আটক করে।
এর আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলহাজ হত্যাকাণ্ডকে তার দেশ ব্যক্তিগতভাবে নিয়েছে বলে জানিয়েছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এক বৈঠকের পর তিনি বলেছিলেন,তিনি বলেন, যতগুলো হত্যাকাণ্ডই ঘটেছে সেগুলোর বিষয়ে আমরা শোক প্রকাশ করেছি কিন্তু জুলহাজের ঘটনা আমাদের জন্য ব্যক্তিগতও বটে।
৩ জুন/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম