শুক্রবার, ০৩ জুন, ২০১৬, ০৯:৩৭:০৬

সৌদি বাদশাহর জন্য আম-লিচু নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সৌদি বাদশাহর জন্য আম-লিচু নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক :  বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে আজ সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধুমাসের এই সফরে সৌদি বাদশাহর জন্য মৌসুমি ফল আম, লিচু পাঠানো হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাদশাহকে ‘বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ চিত্রকর্ম উপহার দেয়া হবে। যেখানে বর্ষার বাংলাদেশকে শিল্পী তার তুলিতে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।

সরকারি সূত্রগুলো জানিয়ে, সরকারপ্রধানের উপহার ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী কিছু উপহার পাঠাচ্ছেন। মন্ত্রী তার নিজ জেলা দিনাজপুরে উৎপাদিত কিছু সুগন্ধি চাল সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের জন্য পাঠাচ্ছেন বলে জানা গেছে।

এই সফরে ৬ই জুন মসজিদ-ই নববিতে আসর ও মাগরিবের নামাজ আদায় করা ছাড়াও ওই রাতেই মহানবীর রওজা শরিফ জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। সেখানে তারাবির নামাজ আদায় এবং সেহরি করবেন। ৭ই জুন সকালে বাংলাদেশ বিমানের বিশেষ ফাইটে মদিনা থেকে সরাসরি ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রীর।
৩ জুন/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে