শুক্রবার, ০৩ জুন, ২০১৬, ০৩:২০:৫০

প্রতিবন্ধী অর্থমন্ত্রীর প্রতিবন্ধী বাজেট : শাহ মোয়াজ্জেম

প্রতিবন্ধী অর্থমন্ত্রীর প্রতিবন্ধী বাজেট : শাহ মোয়াজ্জেম

ঢাকা : প্রতিবন্ধী অর্থমন্ত্রীর প্রতিবন্ধী বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
 
বৃহস্পতিবার সংসদে যে প্রতিবন্ধী বাজেট পেশ করেছে তা দেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, প্রতিবন্ধী অর্থমন্ত্রীর কাছে আমরা প্রতিবন্ধী বাজেট চাই না ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এমন মন্তব্য করেন।

জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এ প্রতিবাদ সভার আয়োজন করে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

শাহ মোয়াজ্জেম বলেন, যেখানে রিজার্ভ চুরির মতো এত বড় ঘটনাকে আড়াল করা হয়েছে, সেই ঘটনার জন্য যে অর্থমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল তিনি সেটা না করে নির্লজ্জের মতো বাজেট পেশ করেছেন। জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে, আমরাও করেছি।

অর্থমন্ত্রী শারীরিকভাবে না হলেও মানসিকভাবে প্রতিবন্ধী বলেও মন্তব্য করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের এমন মন্তব্যের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, তিনি এবং তাদের চৌদ্দগোষ্ঠী এ সরকারের দাস।  তার মুখে এমন কথা মানায় না।

তিনি বলেন, আমাদের নেত্রী তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে ত্যাগী ও রাজপথের নেতাদের মূল্যায়নের মাধ্যমে যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবেন আগামীদিনে সেই কমিটির মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে।

শাহ মোয়াজ্জেম বলেন, শিক্ষা বিভাগে এ সরকার ৯০ ভাগ হিন্দুদের নিয়োগ দিয়েছে।  এটা কি হিন্দুদের দেশ।  যে দেশের ৯০ ভাগ মানুষ মুসলমান সেই দেশের জনগণ এটা মেনে নিতে পারে না।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাবেক সাংসদ শাহ মোহাম্মাদ আবু জাফর, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, যুব দলের কেন্দ্রীয় নেতা এইচ এম সাইফ আলী খান প্রমুখ।
৩ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে