শুক্রবার, ০৩ জুন, ২০১৬, ১১:৩০:৪৬

দারুণ সুখবর, ‘বেসরকারি চাকরিজীবীদের জন্য পেনশন চালুর ঘোষণা’

দারুণ সুখবর, ‘বেসরকারি চাকরিজীবীদের জন্য পেনশন চালুর ঘোষণা’

নিউজ ডেস্ক : দারুণ সুখবর, পেনশন পাবে বেসরকারি চাকরিজীবীরাও! আগামী ২০১৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আধা সরকারি এবং বেসরকারি খাতে চাকরিজীবীদের জন্য পেনশন ব্যবস্থা চালুর ঘোষণা দেয়া হয়েছে।

বিষয়টি বর্তমান সরকারের আমলেই চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমরা আশা করছি, এ সরকারের আমলেই এটি চালু করা যাবে।  আমাদের কর্মক্ষম জনগোষ্ঠীর মাত্র ৫ শতাংশ সরকারি চাকরিতে নিয়োজিত আছেন, যাদের জন্য পেনশন সুবিধা রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, অন্যদিকে ব্যক্তি খাতের ৯৫ শতাংশের মধ্যে আনুষ্ঠানিকভাবে নিযুক্ত প্রায় ৮ শতাংশের কিছু অংশ গ্রাচ্যুইটি সুবিধা পেলেও বাকিদের কোনো পেনশন বা গ্রাচ্যুইটি নেই।  

তিনি বলেন, এ প্রেক্ষাপটে সব শ্রমজীবী জনগোষ্ঠীসহ প্রবীণদের জন্য একটি সার্বজনীন ও টেকসই পেনশন পদ্ধতি প্রবর্তন এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিবার বাজেটের পর এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই।  জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার স্থায়ী ব্যবস্থা দু'বছর আগেই করে দেয়া হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত থাকবে।  এটা পরিবর্তন করা হবে না।

অর্থমন্ত্রী বলেন, আমাদের একেকটি জেলা একেকটি দেশের সমান।  জেলায় এমন অবস্থান তৈরি করতে হবে যাতে জেলাই প্রকল্প বাস্তবায়ন করবে।  জেলা পরিকল্পনা করবে, বাস্তবায়ন করবে।  কেন্দ্রীয় সরকার রেখে এটা করা যাবে।  এজন্য রাজনৈতিক সিদ্ধান্ত দরকার।
৩ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে