নিউজ ডেস্ক : মৌসুমী ফল এখন প্রতিটি দোকানে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সেই ফলকে মানুষের জন্য ক্ষতিকর করে তোলেন। ফলের রাসায়নিক শনাক্তে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে থেকে ফলের আড়তে এ অভিযান শুরু করে র্যাব ১০।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে রয়েছেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। তিনি বলেন, রমজানের আগে ফলে প্রচুর পরিমাণে রাসায়নিক ব্যবহার করা হয়। রাসায়নিক মেশানো ফল শনাক্তে অভিযান শুরু হয়েছে। চলবে দুপুর পর্যন্ত।
অভিযান শেষে এ ব্যাপারে আনুষ্ঠানিক ব্রিফ করা হবে বলে জানান তিনি।
৪ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম