শনিবার, ০৪ জুন, ২০১৬, ০৮:৪৬:১৮

মানুষের জীবনের দাম সবচেয়ে কম : সিইসি

মানুষের জীবনের দাম সবচেয়ে কম : সিইসি

ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন, মানুষের জীবনের দাম এখন সবথেকে কম হয়ে গেছে।  নির্বাচনে চেয়ারম্যান-মেম্বার হাওয়ার জন্য মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।  একে অন্যের জীবন কেড়ে নিচ্ছে।

তিনি বলেন, মানুষের জীবনের দাম ছাড়া এখন সব জিনিসের দাম বাড়ছে।  

শনিবার ষষ্ঠ ও শেষধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি বলেন, মানুষ অসহিষষ্ণু ও অস্থির হয়ে উঠছে।  প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনে করে তাকে যেকোনোভাবেই জিততেই হবে।  যেকোনোভাবে জয়ী হতে চাওয়ার কারণে এত প্রাণহানি ঘটেছে।

রকিব উদ্দিন বলেন, নির্বাচনে সহিংসতার সবথেকে বড় কারণ সমাজে অস্থিরতা।  সামান্য কারণে ছোট ছোট বাচ্চাদের কীভাবে আছড়ে মেরে ফেলা হচ্ছে। মোবাইল ফোন চুরির অপরাধে পিটিয়ে মারা হয়। আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে।

নির্বাচনে হত্যাকাণ্ডের দায়ভার কার- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা একটা সামাজিক ব্যাপার। সমাজে সংস্কার আনতে হবে।  মানুষের চিন্তা-চেতনায় পরিবর্তন আনতে হবে।  

তিনি বলেন, আশা করি ভবিষ্যতে এমন দিন আসবে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়াই ভালোভাবে নির্বাচন করতে পারবো।
৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে