নিউজ ডেস্ক : সবদিক থেকে বিশ্বের সবচেয়ে 'ভালো দেশে'র মর্যাদা পেল সুইডেন। ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান রয়েছে ১১৯ নম্বরে।
'ভালো দেশে'র খ্যাতাব পাওয়া সুইডেন কেন ভাল? রিপোর্ট বলছে, সুইডেন অন্যান্য দেশের তুলনায় আর্থিক দিক থেকে বেশ সচ্ছ্বল। এছাড়া অন্যান্য দেশের তুলনায় অনেক কম ক্ষতিকারক ও মানবিক। বিজ্ঞান, সংস্কৃতি, নিরাপত্তা ও শান্তি, জলবায়ুর পরিবর্তন, স্বাস্থ্য ও সমতা বজায়ের দিক থেকে বিচার বিবেচনা করে মোট ১৬৩টি দেশকে তালিকাভুক্ত করা হয়েছে।
সেরা ১০টি দেশের মধ্যে একদম প্রথমেই রয়েছে সুইডেনের নাম। দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। তৃতীয়তে নেদারল্যান্ড। এরপর ইউকে, জার্মানি, ফিনল্যান্ড, কানাডা, ফ্রান্স, অস্ট্রিয়া ও নিউ জিল্যান্ড। লিবিয়াও রয়েছে ভালো স্থানেই। সব মিলিয়ে ভারতের স্থান ৭০-এ। চীনের ঠিক পরেই। তবে বাংলাদেশের অবস্থান সেই তালিকায় ১১৯ তম। আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির দিক থেকে ২৭ এবং উন্নয়ন ও সাম্যতার নিরিখে ভারত ১২৪ স্থান দখল করে নিয়েছে।
এছাড়া স্বাস্থ্যের দিক থেকে ৩৭ তম ও বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে ৬২তম স্থান অর্জন করেছে ভারত। সাংস্কৃতিকে ১১৯, জলবায়ুর পরিবর্তনে ১০৬ ও বিশ্বব্যবস্থায় ১০০তম স্থান পেয়েছে বৃহত্তর গনতন্ত্রের এই দেশ।
৪ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই