নিউজ ডেস্ক : একটি নতুন ফতোয়া জারি করতে এবার এক লাখ আলেমের স্বাক্ষর গ্রহণ করেছেন বাংলাদেশ ওলামা-মাশায়েখ সংহতি পরিষদের চেয়ারম্যান ও কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরিদ উদ্দিন মাসউদ।
জঙ্গিবাদ মোকাবেলায় ফতোয়া জারি করতেই এই স্বাক্ষর গ্রহণ করা হয়েছে বলে রবিবার বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
স্বাক্ষরগুলো এখন সমন্বয় করার কাজ চলছে। কয়েক দিনের মধ্যে এই ফতোয়া জারি করা হতে পারে বলে জানান তিনি।
তিনি আরো জানান, যারা ইসলামী জিহাদের নামে সন্ত্রাসী আত্মঘাতী হামলা করে মারা যায় তাদের পরিণতিসহ ১০টি প্রশ্ন উত্থাপন করা হয়েছিল আলেমদের সামনে। এর আগে দেশের প্রখ্যাত তিন শতাধিক আলেমকে ডেকে একটি পরামর্শ সভা করা হয়েছিল বলেও জানান তিনি।
এ ধরনের ফতোয়া জারি করতে সরকারের অনুমোদন নিতে হয় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফতোয়া জারি করতে সরকারের অনুমোদনের প্রয়োজন নেই। তবে কার্যকরের জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন হবে।
৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম