নিউজ ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তারানা হালিম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার সিম পুনঃনিবন্ধন করার আহ্বান জানিয়েছেন। আজ রোববার (৫ জুন) সচিবালয়ে সিম নিবন্ধন পরবর্তীতে এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রায় ১১ কোটি ৬০ লাখ লোক সিম নিবন্ধন করেছে। এর মধ্যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, সচিবসহ সবাই সিম নিবন্ধন করে নিয়েছেন। আমি আশা করেছিলাম, খালেদা জিয়াও সিম নিবন্ধন করবেন। কিন্তু তিনি করেননি।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া এখনো নিবন্ধন করতে পারবেন। সেক্ষেত্রে তিনি প্রচলিত নিয়ম মেনে নিবন্ধন করবেন। এ ছাড়া তাকে নতুন সিম কিনতে হবে। তার নামে এখনও কোনো সিম নিবন্ধন হয়নি। জনগণ তার কাছে আরো সচেতন আচারণ আশা করেন।’
গতকাল ৪ জুন পর্যন্ত প্রায় ১১ কোটি ৬০ লাখ সিম পুনঃনিবন্ধন হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘বাকি যারা সিম নিবন্ধন করতে চান তারা প্রচলিত নিয়ম মেনে করতে পারবেন।’
৬ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন