রবিবার, ০৫ জুন, ২০১৬, ০৪:০৯:৫৯

স্বপ্ন দেখতে হলে লম্বা ঘুম দরকার : রওশন এরশাদ

স্বপ্ন দেখতে হলে লম্বা ঘুম দরকার : রওশন এরশাদ

ঢাকা : অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটকে ‘স্বপ্নবিলাসী’ বাজেট আখ্যায়িত করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

তিনি বলেছেন, আমরা স্বপ্নের ভেতর অনেক জায়গায় ঘুরে বেড়াই।  কিন্তু ঘুম ভাঙলেই দেখি বিছানায় শুয়ে আছি।  দিন দিন আমরা বড় বড় স্বপ্ন দেখছি।  বড় আকারের বাজেট দিচ্ছি, কিন্তু সেই বাজেট আর বাস্তবায়ন হয় না।

তিনি বলেন, স্বপ্ন দেখতে হলে লম্বা ঘুম দরকার।  ঘুম দিতে হলে পেটে ভাত থাকা দরকার।  তাই সবার আগে সব মানুষের পেটে ভাত নিশ্চিত করতে হবে।

৫ জুন রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বড় বাজেট দেয়ার কোনো কৃতিত্ব নেই। বাজেট বাস্তবায়ন করাটাই বড় কথা।  চলতি অর্থ বছরের মতো আগামী বছরেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়বে।  বাজেট বাস্তবায়নের প্রতি আগে থেকেই বিশেষ গুরুত্ব দিতে হবে।

রওশন এরশাদ বলেন, দেশে বিনিয়োগ নেই। দেশি-বিদেশি কেউ বিনিয়োগ করছে না।  বিনিয়োগে আস্থা পাচ্ছে না।  সবাই হাত গুটিয়ে বসে আছে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বিনিয়োগ বোর্ডও গতিশীল নয়। বিনিয়োগ বোর্ড বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারছে না।  একজন দক্ষ লোক দরকার।  আমি প্রস্তাব করেছিলাম পরিকল্পনামন্ত্রীকে দায়িত্ব দেয়া হোক।

সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রশ্নবিদ্ধ বলে দাবি করেন বিরোধীদলীয় নেতা।  তিনি বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ১১২ জনের প্রাণহানি হলো। এ নির্বাচন আমরাও আশা করিনি।

রওশন এরশাদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়।  যেসব হত্যাকাণ্ড ঘটছে তাতে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলা যায় না।  একের পর এক বিচ্ছিন্ন ঘটনা ঘটছে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, ফখরুল ইমাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, হুইপ নুরুল ইসলাম ওমর, নূর-ই-হাসনা লিলি চৌধুরী প্রমুখ।
৫ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে