সোমবার, ০৬ জুন, ২০১৬, ১২:০৯:২৮

জামিনে মুক্ত এ্যানী

জামিনে মুক্ত এ্যানী

নিউজ ডেস্ক : কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।  রোববার রাতে কাশিমপুর কারাগারের পার্ট-২ থেকে তিনি ছাড়া পান। এ সময় কারা ফটকে তার পরিবারের স্বজন ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, রোববার দুপুরে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই বাচাই শেষে রাত ৯টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।

তিনি আরও বলেন, এ্যানীর বিরুদ্ধে নাশকতা, ভাঙচুরসহ মোট ২০টি মামলা রয়েছে। সবগুলো মামলায় তিনি আদালত থেকে জামিন লাভের পর আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেয়া হয়েছে।

সরকারবিরোধী আন্দোলনে নাশকতার ঘটনায় দায়ের হওয়া নয়টি মামলায় গত ২৮ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তার জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এ বছর ২৯ জানুয়ারি তাকে কাশিমপুর কারাগারে আনা হয়।
০৬ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে