নিউজ ডেস্ক : প্রতি বছরের মতো এবারও আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির ৪ সদস্যর একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার পক্ষ থেকে এ আমন্ত্রণ কার্ড পৌঁছে দেন।
আগামী ১১ জুন রাজনীতিবিদদের সম্মানে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ৪নং হলে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়া রাজনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন।
সোমবার দুপুর ১২টার দিকে ধানমণ্ডির আওয়ামী লীগের কার্যালয়ে এ আমন্ত্রণ কার্ড পৌছে দেন। আওয়ামী লীগের সভানেত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ কার্ডগ্রহণ করেছেন আওয়ামী লীগের উপকমিটির সদস্য মৃণাল কান্তি।
বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, ‘আওয়ামী লীগ সভানেত্রী, সাধারণ সম্পাদক এবং প্রেসিডিয়াম সদস্যসহ মোট ১২জনকে দাওয়াত দেয়া হয়েছে। আমরা আশা করছি উনারা ইফতার মাহফিলে অংশ নেবেন।’
বিএনপি নেতাদের আওয়ামী লীগ কার্যালয় থেকে কফি দিয়ে আপ্যায়ন করার কথাও জানান তিনি। ইফতারে আমন্ত্রিতরা অংশ নেবে কিনা এ বিষয়ে কার্ডগ্রহণকারীরা বিএএনপি প্রতিনিধি দলকে আশ্বস্ত করতে পারেনি।
০৬ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম