ঢাকা : বন্ধ হয়ে যাচ্ছে রাজধানীর জনপ্রিয় মৌচাক মার্কেট! ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় মার্কেটের সব দোকনপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুল জারিসহ এ নির্দেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোতাহার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
রুলে ওই ভবন সংস্কারের নির্দেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দোকান খালি করতে কেন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান বলেন, বুয়েটের প্রতিবেদনের আলোকে সংস্কার করা বা বিল্ডিং কোড অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সক্ষমতা সনদ না পাওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ রাখতে হবে।
গৃহায়ণ ও গণপূর্ত সচিব এবং রাজউক কর্তৃপক্ষকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, বুয়েটের সুপারিশের প্রেক্ষিতে গত ২ মে রাজউক মৌচাক মার্কেট কর্তৃপক্ষকে একটি চিঠি দেয়। চিঠিতে ঝুঁকির কথা জানিয়ে দোকান খালি করে ভবনটি সংস্কার করতে বলা হয়।
এর বৈধতা চ্যালেঞ্জ করে ভবন মালিক আশরাফ কামাল পাশা হাইকোর্টে এ রিট আবেদন করেন।
জনপ্রিয় বিপণি বিতান মৌচাক মার্কেটে এক হাজারের বেশি বিভিন্ন পণ্যের দোকান রয়েছে বলে জানা গেছে।
৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম