সোমবার, ০৬ জুন, ২০১৬, ১০:২৪:৫৯

নতুন নিয়মে শিক্ষক নিয়োগ, শেষ সময় ২৮ জুলাই

নতুন নিয়মে শিক্ষক নিয়োগ, শেষ সময় ২৮ জুলাই

ঢাকা : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

 
নিয়োগ পেতে এর আগে এনটিআরসিএ’র পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আগে এনটিআরসেএ’র পরীক্ষায় উত্তীর্ণদের স্কুল, কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি নিয়োগ দিত।
 
এনটিআরসিএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়েছে, ৬ জুন থেকে ২৫ জুনের মধ্যে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসাকে শূন্য পদে শিক্ষক নিয়োগের চাহিদা দিতে হবে।

http://ngi.teletalk.com.bd বা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে এ চাহিদা দিতে হবে।
 
সব শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা একত্রিত করে আগামী ৩০ জুন এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  এরপরই আবেদন করবেন প্রার্থীরা।
 
গত বছরের ২১ অক্টোবর ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬’ সংশোধন করে শিক্ষা মন্ত্রণালয়।

এরপর ১১ নভেম্বর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
 
গত ৩০ ডিসেম্বর সংশোধিত বিধিমালা অনুযায়ী নতুন নিয়মে শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে এনটিআরসি’র মাধ্যমে শিক্ষক নিয়োগে নতুন নিয়মের পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

এতে শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা উঠে যায়। নতুন নিয়মে শিক্ষক নিয়োগের ক্ষমতা হারায় শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি।
 ৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে