বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ১২:৩৯:০৬

চলছে দেশব্যাপী সাঁড়াশি অভিযান, ৩ দিনে নিহত ৫

চলছে দেশব্যাপী সাঁড়াশি অভিযান, ৩ দিনে  নিহত ৫

নিউজ ডেস্ক : বাংলাদেশে জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান শুরুর পর গত তিন দিনে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্য  নিরাপত্তা বাহিনীর  সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন।

রবিবার চট্টগ্রামে পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে সন্দেহভাজন ইসলামি জঙ্গিরা খুন করার পর জঙ্গিবিরোধী অভিযান হঠাৎ নতুন মোড় নেয়। এর অংশ হিসেবে গত তিন দিনে নিরাপত্তা বাহিনীর অভিযানে মারা যায় পাঁচ জেএমবি সদস্য, যার সর্বশেষটি ঘটে আজ গাইবান্ধায়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আজ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন জেএমবির আরো এক সদস্য নিহত হয়েছেন। এর আগে মঙ্গলবার পুলিশের সঙ্গে জেএমবির বন্দুকযুদ্ধে তিনজন এবং বুধবার একজন নিহত হন।

সম্প্রতি আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সাম্প্রতিক সময়ে যে ৩৭টি হত্যার ঘটনা ঘটেছে, তার মধ্যে ২৫টির সঙ্গে সরাসরি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) জড়িত।

জানা গেছে, সন্দেহভাজন জঙ্গিদের হাতে গত তিন বছরে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সেক্যুলার ও নাস্তিক লেখক-ব্লগার, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মগুরুরাও রয়েছেন।

এসব হত্যাকাণ্ডের বেশ কয়েকটির জন্য ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার করলেও বাংলাদেশ সরকার বলছে, এদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের কোনো অস্তিত্ব নেই। আছে ‘হোম গ্রোন মিলিট্যান্ট’।
৯ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে