বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ১২:৫৬:১৪

ঢাবি শিক্ষার্থী ভাইবোনকে কুপিয়ে জখম

ঢাবি শিক্ষার্থী ভাইবোনকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক : রাজধানীর ওয়ারীর টিকাটুলী এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত ভাইবোন। এদের মধ্যে বোনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন— ঢাবির গণিত বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র এজাবুল হক (২৪) ও তার ছোট বোন ব্যবস্থাপনা বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ফারিয়া তাবাসসুম (২১)।

এজাবুল হক ঢাবির ফজলুল হক হলে এবং ফারিয়া কবি সুফিয়া কামাল হলে থাকেন। তাদের বাড়ি বাগেরহাট জেলা সদরে।

এজাবুল হক জানান, সকাল ৬টার দিকে তারা দুজন বাগেরহাটে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। কবি সুফিয়া কামাল হলের সামনে থেকে রিকশাযোগে সায়েদাবাদ যাওয়ার পথে টিকাটুলী এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তারা।

তিন-চার জন ছিনতাইকারী রিকশা আটকে তাদের কাছ থেকে ব্যাগসহ মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। ওই সময় ছিনতাইকারীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে জখম করে।

তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি মোবাইল সেট ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, ফারিয়া তাবাসসুমের অবস্থা আশঙ্কাজনক। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাত ও পিঠে গুরুতর জখম হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমান বলেছেন, ছিনতাইকারীরা ঢাবি শিক্ষার্থী ভাইবোনকে ছুরিকাঘাত করে তাদের সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নিয়ে গেছে।
৯ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে