বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ০৮:৩৩:০৫

ইফতার মাহফিলে এতিমদের বুকে টেনে নিলেন প্রধানমন্ত্রী

 ইফতার মাহফিলে এতিমদের বুকে টেনে নিলেন প্রধানমন্ত্রী

ঢাকা : এতিম, প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেম-উলামা ও মাশায়েকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার শুরুর ২৮ মিনিট আগে মাহফিলস্থলে চলে আসেন প্রধানমন্ত্রী।  এরপর গণভবনে স্থাপিত বিশাল প্যান্ডেলে এতিম, প্রতিবন্ধীসহ আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
 
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি, উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদ, শহীদ জাতীয় চার নেতা, শহীদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সব শহীদের রূহের মাগফেরাতও কামনা করা হয়।
 
প্রধানমন্ত্রীর আহ্বানে প্রায় দু’শতাধিক এতিম ও প্রতিবন্ধী শিশু শরিক হন ইফতার মাহফিলে। প্রধানমন্ত্রী এতিম, প্রতিবন্ধী শিশু ও মেধাবী শিক্ষার্থীদের কাছে টেনে নেন।

তাদের খোঁজ-খবর নেন।  তাদের কষ্টের কথা শুনেন। ছোট ছোট শিশুদের বুকে টেনে নিয়ে মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন প্রধানমন্ত্রী।

শিশুরাও প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে।  তাদের চোখে-মুখে ছড়িয়ে পড়ে সেই আনন্দের ঝিলিক।

অনুষ্ঠানস্থল ঘুরে প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেমদের সুখ-দুঃখের খোঁজ-খবরও নেন।  তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে