ঢাকা : উচ্চ আদালতের নির্দেশে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে যাচ্ছেন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষকরা। অবশেষে প্যানেলভুক্ত সব শিক্ষককেই নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্তের কথা প্রাথমিক শিক্ষা অধিদফতরকে জানিয়ে দেয়া হয়।
প্যানেল শিক্ষক ঐক্যজোটের সভাপতি রবিউল ইসলাম বলেছেন, সরকারের নতুন সিদ্ধান্তে তারা ভীষণ খুশি।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীর জানান, জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে যে পঞ্চম পদ (আগে প্রধান শিক্ষকসহ চারজন ছিলেন, এখন পাঁচজন) সৃষ্টি করা হয়েছে।
তিনি বলেন, সেটির হিসাব ধরেই প্যানেলভুক্তদের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্যানেলভুক্ত প্রার্থীদের প্রায় সবাই নিয়োগ পাবেন।
মহাপরিচালক জানান, প্রাথমিক শিক্ষা অধিদফতর বৃহস্পতিবারই এ সংক্রান্ত নতুন নির্দেশনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
উপজেলা মেধাক্রম অনুযায়ী শূন্য পদে প্যানেলভুক্তদের নিয়োগ দিতে গত সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদফতর।
কিন্তু ওই নির্দেশনায় পঞ্চম পদের বিষয়টি স্পষ্ট না করায় জেলা কর্মকর্তারা এটির হিসাব না করেই শূন্য পদের তালিকা করেন।
তাতে দেখা যায়, মাত্র কয়েক হাজার নিয়োগ পেতে পারে। অথচ কাগজপত্রে প্যানেলভুক্ত প্রার্থী রয়েছেন প্রায় ২৮ হাজার। এ নিয়ে প্যানেলভুক্তরা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে এ সমস্যার কথা তুলে ধরেন।
এ নিয়ে একজন আইনজীবী আইনি নোটিস পাঠান। এরপর প্রাথমিক শিক্ষা অধিদফতর জেলা কর্মকর্তাদের কাছে নতুন নির্দেশনা পাঠায়।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের সূত্র মতে, সারাদেশে জাতীয়করণ হওয়া বিদ্যালয়গুলোর মধ্যে ২২ হাজার ৯২৫টিতে পঞ্চম পদ সৃষ্টি করা হয়েছে।
এসব বিদ্যালয়ে চারজন সহকারী শিক্ষক ও একজন প্রধান শিক্ষক থাকবেন। এর পাশাপাশি কয়েক হাজার শূন্য পদ রয়েছে। সব মিলিয়ে ২৮ হাজার শিক্ষকের প্রায় সবাই নিয়োগ পাবেন।
এর আগে হাই কোর্টের রায়ের আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ১৮ মে প্যানেল শিক্ষকদের রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে নিয়োগ দিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নির্দেশ দেয়।
২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ হাজার ৯৯৫টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেন।
ওইসব বেসরকারি বিদ্যালয়েই প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগের কথা ছিল। বেশির ভাগ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় গত ২ জুন মন্ত্রণালয় জাতীয়করণ হওয়া বিদ্যালয়েই প্যানেলভুক্তদের নিয়োগের নির্দেশনা দেয়।
৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম