শুক্রবার, ১০ জুন, ২০১৬, ০৩:৪০:৪০

আবার গুলিস্তানে হকার-ব্যবসায়ী সংঘর্ষ

 আবার গুলিস্তানে হকার-ব্যবসায়ী সংঘর্ষ

ঢাকা : গতকাল গুলিস্তানে হকার-ব্যবসায়ী সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গুলিস্তানে ফুটপাতের হকারদের সঙ্গে ঢাকা ট্রেড সেন্টারের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।  এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা ট্রেড সেন্টারের সামনে হকারদের বসা নিয়ে সংঘর্ষে সূত্রপাত হয়।  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে।

এ ঘটনায় হকাররা গুলিস্তানের ফুলবাড়িয়া সড়ক অবরোধ করে রাখে।

দু'পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে যায়।  এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

একই কারণে গতকাল বৃহস্পতিবার বিকেলেও দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সমোতায়েন করা হয়েছে।

গুলিস্তানের ফুটপাতগুলো দখলমুক্ত করতে কয়েকদিন আগে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও পুলিশ।
১০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে