শুক্রবার, ১০ জুন, ২০১৬, ০৫:১৩:১৬

বেগুনে আগুন, দুধে মাথায় হাত!

 বেগুনে আগুন, দুধে মাথায় হাত!

নিউজ ডেস্ক : রমজানের শুরুতেই সবজির বাজারে আগুন।  দুধে চড়া দামের কারণে ক্রেতাদের মাথায় হাত।  প্রতি বছরই রমজান শুরু হলেই বেড়ে যায় প্রতিটি পণ্যের দাম।

প্রায় সবগুলো হাট-বাজারে নিত্যপণ্যের দাম চড়া হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।  সবজি কিনে খাওয়াও যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ঠিক দুধ খাওয়াও দুষ্কর।  ‌ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা।  করার কিছু নেই।  

অথচ রমজান শুরুর আগে থেকেই দফায় দফায় বৈঠক হয় বাণিজ্যমন্ত্রী ও ব্যবসায়ীদের মধ্যে।  বৈঠক থেকে জনসাধারণকে আশার বাণী শোনানো হলেও কাজের কাজ কিছুই হয়নি।

রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক থাকবে, কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে নেয়া হবে কঠোর ব্যবস্থা, পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে পণ্য, সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক, কিন্তু সব আশ্বাসই যেন আশার বাণী।

রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, রমজানে বেগুনের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে এর দামের প্রভাব পড়েছে।  এ সুযোগে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে বেগুনের দাম।

এক সপ্তাহ আগেও যে বেগুন ৩৫ টাকা থেকে ৪০ টাকা করে বিক্রি হত তা এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৬০ টাকা করে।  আবার কোনো কোনো বাজারে ৭০ টাকা থেকে ৮০ টাকাও।

এদিকে হাট-বাজারে গরুর দুধের দামও বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা।  দোকানে দুধ সরবরাহের অজুহাত দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে গলাকাটা দাম নিচ্ছে।  আগের দামের চেয়ে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি নিচ্ছে দোকানদাররা।  এতে বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ।
১০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে