শুক্রবার, ১০ জুন, ২০১৬, ১০:২৯:০৩

আলহামদুলিল্লাহ, বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করেন ৪ হাজার মহিলা

আলহামদুলিল্লাহ, বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করেন ৪ হাজার মহিলা

ঢাকা : আজ ছিল রমজানের প্রথম জুমা।  পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেছেন।  জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের গ্রাউন্ড ফ্লোরে মহিলা মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন।

জুমার নামাজের আজান দেয়ার আগেই বিভিন্ন বয়সের নারী মুসল্লিরা মসজিদের দিকে ছুটে আসেন। অনেকে মসজিদে এসে পবিত্র কোরআন তেলাওয়াত করেন।  কেউবা আবার হাদিস নিয়েও আলোচনা করেন।

নামাজ শুরুর আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।  জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নারীসহ ৪০ হাজারেরও বেশি মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেন।  নামাজ শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

জুমার খুতবার আগে জাতীয় বায়তুল মোকাররমের পেশ ইমাম মহিবুল্লাহ আল বাকী বলেন, পবিত্র রমজান হচ্ছে রহমত মাগফেরাত ও নাজাতের মাস। পবিত্র এ মাসে এমন একটি রজনী রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম।  এ মাস মুসলমানদের ধৈর্য ধারণের উত্তম শিক্ষা দেয়।

তিনি বলেন, বেশি করে আল কোরআন তেলাওয়াত, এবাদত-বন্দেগী, পরোপকারের মাধ্যমে এ পবিত্র মাসকে সম্মান করা উচিত।  রমজানের শিক্ষা কাজে লাগিয়ে বিশ্ব মুসলিমকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে।

বায়তুল মোকাররমে নারীদের জন্য গ্রাউন্ড ফ্লোরে আলাদা নামাজের স্থান আছে, সেখানে তারা নামাজ আদায় করে নিতে পারেন।
১০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে