শনিবার, ১১ জুন, ২০১৬, ০৬:০৩:২৮

শুরু হলো বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

শুরু হলো বেসরকারি স্কুল-কলেজের  শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

নিউজ ডেস্ক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের লক্ষ্যে শিক্ষকের শূন্যপদের তালিকাভুক্তি শুরু হয়েছে। জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নির্দিষ্ট ওয়েবসাইটে সোমবার থেকে এই তালিকাভুক্তি শুরু হয়েছে। ২৫ জুনের মধ্যে শূন্যপদের চাহিদা এই ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করতে হবে।

সংস্থাটির চেয়ারম্যান সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ৩০ জুন পর্যন্ত শূন্য হবে এমন পদগুলোর জন্য প্রতিষ্ঠানগুলোকে http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের চাহিদা পেশ করতে হবে।

প্রাপ্ত চাহিদা একত্র করে আগামী ৩০ জুন এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সে অনুযায়ী আগ্রহী প্রার্থীরা ২৮ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট পদে অনলাইনে আবেদন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে www.ntrca.gov.bd এ আপলোড করা সার্কুলার/ নির্দেশনা/পত্রাদি দেখার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন চেয়ারম্যান। সূএ-যুগান্তর
১১জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/আরিফ/এমএম
  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে