শনিবার, ১১ জুন, ২০১৬, ১১:১২:৩৪

পাবনায় আশ্রমের সেবক হত্যায় আইএসের দায় স্বীকার

পাবনায় আশ্রমের সেবক হত্যায় আইএসের দায় স্বীকার

নিউজ ডেস্ক : পাবনা জেলার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গিগোষ্ঠীটির সংবাদ সংস্থা ‘আমাক’ এ তথ্য জানিয়েছে বলে শুক্রবার দাবি করেছে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট’।

সেবাশ্রমের ২০০ গজ দূরে হেমায়েতপুরের পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকের কাছে এই হত্যাকাণ্ড ঘটে বলে এএসপি (সদর সার্কেল) সেলিম খান জানান।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, প্রতিদিনের মতো ভোরে হাঁটতে বের হন নিত্যরঞ্জন পাণ্ডে। তিনি পাবনা মানসিক হাসপাতালের উত্তরপাশে প্রধান ফটকে পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে ঘাড়ে ও মাথায় কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নিত্যরঞ্জনের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানার আড়োয়াকংসু গ্রামে।  তিনি প্রায় ৪০ বছর ধরে ঠাঁকুর অনুকূল চন্দ্র সত্সঙ্গ আশ্রমের সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে, গত ৭ জুন ঝিনাইদহে হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী, ৫ জুন নাটোরে খ্রিষ্টান দোকানি সুনীল গোমেজ এবং একই দিনে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার পর নিরাপত্তা বাহিনী শুক্রবার ভোররাত থেকে সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু করেছে। অভিযান শুরুর কয়েক ঘণ্টার মাথায় খুন হন সেবক নিত্যরঞ্জন।
১১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে