শনিবার, ১১ জুন, ২০১৬, ০৫:১৫:০৯

বজ্রপাতে নিহত ৩ জন

বজ্রপাতে নিহত ৩ জন

নিউজ ডেস্ক : আজ (শনিবার) সারাদেশে বজ্রপাতে নিহত হয়েছে ৩জন। এরমধ্যে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বজ্রপাতে ২ জন ও মাওয়া কাওড়াকান্দি ঘাটে একজন নিহত হয়।

 শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারে ও দুপুর পোনে একটার সময় কাওড়াকান্দিতে পৃথক পৃথকভাবে এসব ঘটনা ঘটে।

টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির আইসি আব্দুল গোফরান জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার শামলাপুর সমুদ্র সৈকতে বজ্রপাতে নিহত হন কামাল হোসেন (২২) নামে এক জেলে। তিনি শামলাপুর রোহিঙ্গা বস্তির আমির হোসেনের ছেলে।

উখিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালির উত্তর রহমতের বিলে বজ্রপাতে সিরাজোদ্দৌলা (৩২ ) নামে একজন নিহত হয়েছেন। তিনি ওই এলাকার মৃত হাজী কামাল উদ্দিনের ছেলে।

বিআইডব্লিউটিএ কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, দুপুরে এমভি মকবুল নামে একটি লঞ্চ শিমুলিয়া থেকে কাওড়াকান্দি ঘাটে এসে পৌঁছালে বৃষ্টি, ঝড়ো হাওয়া ও বজ্রপাতের কবলে পরে। এসময় লঞ্চের উপর বজ্রপাত হলে দুই যাত্রী আহত হন। পরে আহত দুইজনকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সাল সরদার (২০) নামে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। তবে আহত অপর যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
১১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে