নিউজ ডেস্ক : নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি (ঢাকা মেট্রো ব ১১-২১৮৬)’র একটি বাস একটি হোটেলে ঢুকে গেছে। এ ঘটনাটি শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘটেছে। তবে এ ঘটনায় বাসে থাকা ৪৫ থেকে ৫০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।
বাসের যাত্রী নাটোর সিংড়ার মামুন জানান, বাসটি বগুড়া থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে রাজশাহীর পুঠিয়া এলাকা থেকে বাসটি ধির গতিতে আসতে থাকে। বাসে থাকা যাত্রীরা সুপারভাইজারের কাছে জানতে চাইলে তিনি জানান, একটু যান্ত্রিক ক্রটি হয়েছে। রাজশাহী বাসডিপোতে ঠিক করা হবে।
তিনি আরো বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি বালিবাহী ট্রাক থেমে ছিল। সেটিকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি হোটেলে ঢুকে যায়। এতে হোটলটি ভেঙে গেলেও কেউ হতাহত হয়নি।
১১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন