ঢাকা : অনেকটা পর্দার আড়ালেই চলে গিয়েছেন তিনি। তবে এবার যেন রিতিমত রাজনীতিতে ফেরার আবাস দিয়েই সবার সামনে হাজির হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। এখন পরিবার সন্তান ও সামাজিক কর্মকাণ্ড নিয়েই সময় কাটছে তার। তবে সময় হলে ঠিকই রাজনীতিতে ফিরার ইচ্ছা রয়েছে তার।
সম্প্রতি জাতীয় পার্টিতে ভাঙনের সুর বেজে উঠলে বিদিশা সাবেক স্বামী এরশাদের সঙ্গে যোগাযোগ করছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। যদিও বিদিশার মুখ থেকে এমন কোনো কথা এখন পর্যন্ত শোনা যায়নি।
এরশাদের সাথে যোগাযোগের ঘটনা কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোরেশোরেই একটি গুঞ্জন শোনা যাচ্ছে- তবে কি এরশাদ প্রথম স্ত্রী অর্থাৎ রওশনকে বাদ দিয়ে বিদিশাকেই তার স্থলাভিষিক্ত করবেন! তবে কি দ্রুতই রাজনীতিতে ফিরবেন বিদিশা! এমন প্রশ্ন এখন রাজনৈতিক মহলে হামেশায় শোনা যাচ্ছে।
তবে এই মুহূর্তে এ প্রশ্ন বা আশঙ্কা মুখ্য নয়। মুখ্য হলে বেগম খালেদা জিয়ার ইফতার মাহফিলে বিদিশার যোগদানের বিষয়। যেখানে খালেদার ইফতার মাহফিলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কোনো প্রতিনিধি যোগ দেননি সেখানে বিদিশার উপস্থিতি অন্য এক আকর্ষণ সৃষ্টি করেছে। আজকের এই যোগদান কি রাজনীতিতে ফেরারই ইঙ্গিত!
আজ (১১ জুন) শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টান্যাশনাল কনভেশন সিটির নবরাত্রী হলে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে সবাইকে চমকে দেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।
এদিন হঠাৎ করে ইফতার মাহফিলে যোগ দেয়ার মধ্যদিয়ে যেন পর্দার সামনে চলে আসেন বিদিশা। খালেদার ইফতারে বিদিশার যোগদান তাৎক্ষণিক রাজনীতিকদের মধ্যে বেপক সাড়া ফেলে দিয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার বিদিশাকে যথাযোগ্য মর্যাদায় ইফতার পার্টিতে আসন গ্রহণ করান। তার পাশে বসেন খালেদা জিয়ার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
একাধিক রাজনীতিকের ধারণা- বিদিশা হয়তো শিগগিরই রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। আজকের ইফতার মাহফিলে যোগদানই হয়তো তার পূর্বাভাস হতে পারে। যদি তাই হয় তবে কি নতুন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ দেবেন বিদিশা, নাকি এরশাদের সঙ্গেই থাকবেন- এখন এটি নিয়েও শুরু হয়েছে গুঞ্জন।
অপরদিকে জাপার দলীয় একটি সূত্র জানায়, সম্প্রতি ছেলে এরিখের সূত্র ধরে বিদিশা এবং এরশাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। গত এক বছর ধরে দলের মধ্যে কানাকানি চলছে বিদিশার সঙ্গে এরশাদের সম্পর্কোন্নয়ন হতে যাচ্ছে। আদালতের নির্দেশানুযায়ী প্রায় প্রতি সপ্তাহেই এরিখ এরশাদের কাছে আসেন। সেই সুবাদে এরশাদ-বিদিশার মাঝে প্রায়ই কথাও হয়।
এছাড়া এরশাদের স্ত্রী থাকাকালেই দলের অনেক নেতাকর্মীর সঙ্গেই বিদিশার ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরেই অনেকের সঙ্গে এখন ভালো যোগাযোগ রয়েছে তার।
উল্লেখ্য, ১৯৯৮ সালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে বিয়ে হয় বিদিশার। এই দম্পতির পুত্র সন্তান এরিখ এরশাদ এখন বিদিশার কাছেই থাকছেন। ২০০৫ সালে নাটকীয় ঘটনার মধ্য দিয়েই তাদের বিচ্ছেদ ঘটে। তবে সন্তান এরিখকে কেন্দ্র করে আদালত পর্যন্ত যেতে হয় তাদের। আদালতের নির্দেশ এখন এরিখ বাবা এরশাদের কাছেও আসছেন।
১১ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই