রবিবার, ১২ জুন, ২০১৬, ০৯:২২:১৩

৩ ডাকাতের সাথে ওসিও গুলিবিদ্ধ

৩ ডাকাতের সাথে ওসিও গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক : রাজধানীর গেন্ডারিয়ায় ডাকাত ও পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় তিন ডাকাত এবং ওই থানার ওসি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার ভোর ৪টার দিকে নামাপাড়া মসজিদের পাশে এই ঘটনা ঘটে।

গেন্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে গেন্ডারিয়া থানাধীন নামাপাড়া মসজিদের পাশে সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি করলে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। এরা হলেন সজীব (২০), স্বপন (২০), মিলন (২৮)।

এ ঘটনায় ওসি নিজেও বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি আছেন তিনি।
১২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে